বলিউডে অভিষেক আসিফের
Deshe Bideshe » Music
by DesheBideshe
3d ago
ঢাকা, ০৩ মে – মাস খানেক আগেই দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় প্রতাপশালী অডিও প্রযোজনা প্রতিষ্ঠানে হিন্দি গান গাওয়ার বিষয়টি জানিয়েছিলেন বাংলা গানের যুবরাজ’খ্যাত আসিফ আকবর। সেটি এরই মধ্যে করেছেন এই শিল্পী। এবার বলিউডের সিনেমায় গান গাইলেন আসিফ। বিষয়টি এক ফেসবুক পোস্টে ভক্তদের জানান দিলেন তিনি। বৃহস্পতিবার রাতে ফেসবুকে আসিফ লিখেছেন, আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রীতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম। গত ২৭ এপ্রিল ঢাকা থেকে মুম্বাইয়ে পাড়ি জমান আসিফ। এর আগে ২৪ এপ্রিল লেবাননে একটি গানের শো করেন ‘ও প্রিয়া তুমি কথায়’খ্যাত গায়ক। আইএ/ ০৩ মে ২০২৪ সম্পুর্ন ..read more
Visit website
১৪ মাস পর চোখ মেলছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়
Deshe Bideshe » Music
by DesheBideshe
3d ago
ঢাকা, ০১ মে – কানাডায় মর্মান্তিক এক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়। এরপর থেকেই সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে দীর্ঘ ১৪ মাস পর চোখ মেলে তাকিয়েছে শিল্পীর ছেলে। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে গণমাধ্যমকে জানান কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনও হাসপাতালে থাকতে হচ্ছে। আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে রিহ্যাবে নেয়া হবে।’ কুমার বিশ্বজিৎ বলেন, ‘নিবিড়ের মা অনেক কষ্ট করছে। সকালে হাসপাতালে আসা, এরপর রাতে আবার বাসায় যাওয়া, সব মিলিয়ে কঠিন সময় কাটছে। যদিও আম ..read more
Visit website
পাক অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং
Deshe Bideshe » Music
by DesheBideshe
5d ago
মুম্বাই, ২৯ এপিল – দুবাই কনসার্টে গান গাইতে গিয়ে পাক অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে কনসার্টে গান গাইছিলেন অরিজিৎ। সেই গান শুনতে কনসার্টে হাজির ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। মাহিরা খান অরিজিতের মঞ্চের পাশে ভিআইপি আসনে বসে ছিলেন। কিন্তু অরিজিত প্রথমে তাকে দেখে চিনতে পারেননি। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন অরিজিৎই। পাশাপাশি প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেন। গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে অরিজিৎ বলেন ..read more
Visit website
শাহজালাল বিমানবন্দরে বন্যাকে সংবর্ধনা
Deshe Bideshe » Music
by DesheBideshe
1w ago
ঢাকা, ২৪ এপিল – প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তিনি ভারত থেকে পদ্মশ্রী পদক নিয়ে দেশে ফিরলে এই সংবর্ধনা দেওয়া হয়। বন্যা সন্ধ্যা সোয়া ৬টায় বিমানের বিজি ৩৯৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, পদ্মশ্রী পদকজয়ী প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে বিমানবন্দরের নিচতলায় চামেলি লাউঞ্জে সংবর্ধনা দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটা হয়। তিনি জানান, ..read more
Visit website
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
Deshe Bideshe » Music
by DesheBideshe
1w ago
কলকাতা, ২৩ এপিল – ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে। বাংলাদেশে রবীন্দ্রসংগীতে নিবেদিতপ্রাণ উল্লেখ করে শিল্পে রেজওয়ানা চৌধুরী বন্যার অবদানের কথা তুলে ধরা হয়। সেই সাথে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিনে বন্যার কণ্ঠে গাওয়া ভজন ‘বৈষ্ণব জন তো তেনে কহিয়ে’র কথাও স্মরণ করা হয় পোস্টে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ৫ গুণী ব্যক্তিকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্ম ..read more
Visit website
আমার পাপ আর বাড়াবেন না
Deshe Bideshe » Music
by DesheBideshe
1w ago
কলকাতা, ২০ এপিল – ওপার বাংলার সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর বর্তমান বয়স ৩৪ বছর। অথচ অধিকাংশ ক্ষেত্রেই বয়সের তুলনায় বেশ খানিকটা বড় মনে হয় তাকে। যা নিয়ে মহাবিপদে আছেন ইমন। ছোট থেকে বড় সবাই ডাকছেন দিদি বলে। তাই এই সংগীতশিল্পীর অনুরোধ, আমার পাপ আর বাড়াবেন না। ছোট থেকে বড় সবাইকে আশীর্বাদ দিলাম, খুশি? বয়স নিয়ে একাধিকবার কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে ইমনকে। প্রাক্তন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বিচ্ছেদের কারণও নাকি বয়স। প্রেমিকের চেয়ে প্রেমিকাকে দেখতে বড় মনে হতো, এমনটাই শুনতে হয়েছে গায়িকাকে। বিষয়গুলো নিয়েই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিলেন ইমন। যেখানে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকেই ..read more
Visit website
মা হারালেন বেবি নাজনীন
Deshe Bideshe » Music
by DesheBideshe
2w ago
ঢাকা, ১৮ এপিল – মা হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন। ১৭ই এপ্রিল সকালে তার মা আবিদা মনসুর চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া—- রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। তিনি তিন মেয়ে, এক ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেবি নাজনীনের পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। ১৬ই এপ্রিল বেবী নাজনীন যুক্তরাষ্ট্র থেকে পেশাগত কারণে জাপান রওনা হয়েছেন। সেখান থেকে মায়ের চলে যাওয়ার খবর পেয়েছেন। দ্রুতই ঢাকা ফেরার কথা রয়েছে তার। মায়ের জন্য সবার ..read more
Visit website
ঢাকায় গান শোনাতে আসছেন আতিফ আসলাম
Deshe Bideshe » Music
by DesheBideshe
1M ago
ঢাকা, ০৭ এপিল – অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো। চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় কনসার্ট মাতাবেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন এই তারকা নিজেই। আতিফ জানান, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি। এর আগেই পা রাখবেন ঢাকার মাটিতে। এর আগে গত মার্চের শেষের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি। রোববারই (৭ এপ্রিল) কনসার্টের সময় ঘোষণা করলেন এই তারকা। আতিফ আসলাম বাংলাদেশ ..read more
Visit website
পার্থ বড়ুয়ার বাবা মারা গেছেন
Deshe Bideshe » Music
by DesheBideshe
1M ago
ঢাকা, ০৩ এপিল – না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্যান্ডদল সোলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া। জানা গেছে, মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ১টা ১৫ মিনিটের দিকে তার বাবা বিমল কান্তি বড়ুয়া পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৯০। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিমল কান্তি বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পার্থ বড়ুয়া নিজেই। ফেসবুকে পোস্ট লিখেছেন, বাবা নাই। তিনি জানান, ঢাকার বাসাতেই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখার প্রস্ততি নেওয়া হচ্ছে। পার্থ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে। বিমল কান্তি বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া ..read more
Visit website
জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ আর নেই
Deshe Bideshe » Music
by DesheBideshe
1M ago
মুম্বাই, ২৯ মার্চ – ‘ভয়েজ অব মুকেশ’ খ্যাত বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ অবস্তি মারা গেছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে গায়কের পরিবার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পশ্চিম ভারতের আহমেদাবাদে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। বলিউডের গুণী নির্মাতা রাজ কাপুরের কাছে খুবই প্রিয় ছিলেন তিনি। এমনকী তার অনেক সিনেমার গানেই কণ্ঠ দিয়েছেন কমলেশ। কমলেশের ১৯৪৫ সালে ভারতের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন। ভাবনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। সংগীতের প্রতি ছোটবেলা থেকেই ভীষণ অনুরাগী ছিলেন। ..read more
Visit website

Follow Deshe Bideshe » Music on FeedSpot

Continue with Google
Continue with Apple
OR